আজকের শিরোনাম :

ছাতকে আনসার ও ভিডিপিদের মধ্যে ভাতা বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০১৯, ০৯:৪৫

উপজেলা পরিষদ নির্বাচনে ছাতক উপজেলায় দায়িত্বে থাকা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে। 

গত বুধবার দিনব্যাপি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে ১২শ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের মাঝে প্রায় ৩৮ লাখ ২২ হাজার টাকা ভাতা বিতরণ করা হয়। 

ভাতা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সার্কেল এ্যাডজুজেন্ট সাজ্জাদ হোসেন সেলিম। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তামিম আল জামান উপজেলা প্রশিক্ষক মঈন উদ্দিন সাইফুল, আনসার ভিডিপি বাহিনীর গোয়েন্দা বিভাগের মাঠকর্মী ফজলুল হক, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ফারুক আহমদ প্রমূখ। 

উপজেলার ১০০টি ভোট কেন্দ্রের দায়িত্বে ১০০ পিসি, ১০০ এপিসিকে ৩৪শ ৩৫ টাকা করে এবং সাধারণ ১ হাজার আনসার পুরুষ-মহিলা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদেরকে ৩১শ ৩৫ টাকা করে ভাতা প্রদান করা হয়েছে। 

এবিএন/হেলাল আহম্মেদ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ