আজকের শিরোনাম :

শেরপুরে শ্রেষ্ঠ তদন্ত অফিসার নির্বাচিত হলেন বুলবুল ইসলাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০১৯, ১৪:১০

বগুড়ার শেরপুর থানায় কর্মরত অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ তদন্ত অফিসার নির্বাচিত হয়েছেন। 

বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচিত মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করায় তাকে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

গত ২৬ মে রাজশাহী রেঞ্জের ডিআইজির কনফারেন্স রুমে তার হাতে ক্রেষ্ট, নগদ অর্থ এবং সনদ তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি হাফিজ আক্তার। 

এ সময় উপস্থিত ছিলেন, এডিশনাল ডিআইজি নিশারুল আরিফসহ রাজশাহী রেঞ্জের সকল পুলিশ সুপার। 

নীলফামারী জেলার ডোমার উপজেলার বামুনীয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বুলবুল ইসলাম। ২০০৫ সালে এসআই, পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৬ সালে প্রমোশন পেয়ে পুলিশ পরিদর্শক হিসেবে শেরপুর থানায় যোগদান করেন।

বগুড়ার শেরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ সর্বহারাদের দমন এবং গ্রেফতারের জন্য তিনি রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (তদন্ত) কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।

এবিএন/শহীদুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ