আজকের শিরোনাম :

চকরিয়ায় কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ১৫:০২

কক্সবাজারের চকরিয়ায় প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে আজ শনিবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো.আতিক উল্লাহ। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী ও ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু প্রমূখ।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো.আতিক উল্লাহ বলেন, চকরিয়ার ৫শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

এক বিগা পরিমাণ জমি চাষ করার জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার  বিতরণ করা হয়। 

এবিএন/মুকুল কান্তি দাশ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ