আজকের শিরোনাম :

সরিষাবাড়ীতে জাহিদুল হত্যায় মামলা দায়ের: গ্রেপ্তার ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০১৮, ১৫:৪৪

জামালপুর, ০৩ জুন, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে বালু ব্যবসার দন্ধে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে জাহিদুল ইসলাম (২৫) নিহতের ঘটনায় অবশেষে মামলা  দায়ের হয়েছে। গতকাল শনিবার বিকালে নিহতের বাবা পিংনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বাদি হয়ে সরিষাবাড়ী থানায় মামলা (নং-৪) দায়ের করেন। মামলায় প্রায় ৪০ জনকে আসামি করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, বৃহস্পতিবার হত্যাকান্ডের রাতেই ‘মামলার ৮নং আসামি ইউপি সদস্য বাশুরিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে হারুন মিয়াকে (৪৫) গ্রেফতার পূর্বক কোর্টে চালান দেয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

উল্লেখ্য, যমুনা নদীর বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডা. মুরাদ হাসানের ইফতার মাহফিলে যাওয়ার পথে পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিংনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৫) ঘটনাস্থলেই মারাযান। এ ঘটনার জের ধরে পরদিন শুক্রবার সকালে বিক্ষুদ্ধ এলাকাবাসী জাহিদুল ইসলামের হত্যাকারী আখ্যায়িত করে ৬জন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে অন্তত ২০টি ঘর ভাঙচুর করে।

এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ