আজকের শিরোনাম :

দুর্গাপুরে অবহিতকরণ সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ২১:৪৬

জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে Achieve Full Immunization Among Target Children in Durgapur Upzila বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ০-২ বছরের শিশুদের শতভাগ রেজিষ্ট্রেশন ও টিকাদান কার্যক্রম এর আওতায় আনার লক্ষে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  ইপিআই কর্মকর্তা রবীন্দ্র চন্দ্র সরকার এর সঞ্চালনায় আরএমও ডাঃ এএসএম তানজিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার।

বিশেষ ছিলেন, নেত্রকোনা সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুল সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, মোছাঃ পারভীন আক্তার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক সাহাদাত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের সকল সেবাই বর্তমানে প্রশংসার দাবীদার। সভায় নেত্রকোনার সার্ভেলেন্স ইমুনাইজেশন মেডিক্যাল অফিসার ডাঃ পঙ্কজ ভৌমিক প্রজেক্টারের মাধ্যমে টিকাদান কর্মসুচীর নানা দিক তুলে ধরেন। আলোচনা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ও ইউএনও মোহাম্মদ তোফায়েল আহমেদ হাসপাতাল পরিদর্শন করে ডাঃ কম থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
                                                                                                                                                                 
এবিএন/খোকন/জসিম/রাজ্জাক   

এই বিভাগের আরো সংবাদ