আজকের শিরোনাম :

উপজেলা পরিষদ নির্বাচন

ফেনীতে আওয়ামী লীগের মনোনয়নে চমক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৪৪

উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীতে আওয়ামী লীগের মনোনয়নে চমক দেয়া হয়েছে। পুরনোদের পাশাপাশি কিছু নতুন মুখও আনা হয়েছে।  গতকাল মঙ্গলবার রাতে পৌরসভা প্রাঙ্গনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা দেন দলের জেলা সভাপতি আবদুর রহমান বি.কম।

জেলা সদরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। এখানে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।  আর ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা আক্তার জুসি মনোনয়ন পান।

সোনাগাজী উপজেলা পরিষদেও চেয়ারম্যান পদে জেড.এম কামরুল আনামের বদলে এবার উপজেলা আওয়ামীলীগ সভাপতি রুহুল আমিন এবং ভাইস চেয়ারম্যান পদে যুগ্ম-সম্পাদক শাখাওয়াতুল হক বিটু মনোনয়ন পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জোবেদা নাহার মিলি এবারো মনোনয়ন পান।
পরশুরাম উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার তৃতীয়বারের মতো মনোনয়ন পান। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এনামুল করিম মজুমদার বহাল থাকলেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামসুন্নাহারকে মনোনয়ন দেয়া হয়েছে।
দাগনভূঞা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জেলা যুবলীগ সভাপতি ও গত দুইবারের চেয়ারম্যান দিদারুল কবির রতন তৃতীয়বারের মতো মনোনয়ন পান। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুনের বদলে মো: শাহীন মুন্সী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রোখসানা ছিদ্দিকী মনোনয়ন পেয়েছেন।

ছাগলনাইয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল পুনরায় মনোনয়ন পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পী মনোনয়ন পান।

ফুলগাজী উপজেলা পরিষদে চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল আলিম মজুমদার পুনরায় মনোনয়ন পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে দরবারপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল আলম আজমীর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরা আজিজ মনোনয়ন পান।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ