আজকের শিরোনাম :

সিংড়ায় শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ১৬:০০

নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। 

এ সময়  দরিদ্র জনগোষ্ঠীর  মাঝে  শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শনিবার বিকেলে উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী আলিম মাদ্রাসা মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন। 

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম, বিলচলন ডিগ্রি কলেজের শিক্ষক নাসরিন সুলতানা ও ফাউন্ডেশনের উপদেষ্টা আশরাফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াদুদ মোল্লা, পুন্ডরী আলিম মাদ্রাসার সুপার হযরত আলী, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছাত্রসেবী সামাজিক সংগঠন চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে কলম ইউনিয়নের ৫১জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে (পিএসসি-এইচএসসি) ক্রেস্ট, মেডেল, শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি, পুন্ডরী ও নজরপুর গ্রামের (১ম-১০ম) ১ম-৩য় স্থান অধিকারী ২৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, ৩৬ জন সহজ কুরআন শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ এবং ৬৫০জন অনগ্রসর শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এবিএন/রাকিবুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ