আজকের শিরোনাম :

ফুলবাড়ীতে কৃষকদের মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ১৬:০৭

কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া ও গভীর নলকুপের অপারেটর পরিবর্তনের দাবীতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মানববন্ধন করেছেন ভোক্তভোগী কৃষকরা।

 আজ বৃহস্পতিবার উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ছিট রাবাইতারী গ্রামের ৫শতাধিক কৃষকরা একত্রে হয়ে বিক্ষোভ মিছিল প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে মানবন্ধন কর্মসূচি পালন করেন তারা ।

ভোক্তভোগীরা জানান দীর্ঘ দিন ধরে গভীর নলকুপের অপারেটর আইয়ুব আলী সরকারী নীতিমালা না মেনে কৃষকদেরকে জিম্মি করে  ৮শ থেকে এক হাজার টাকা বিঘা প্রতি অতিরিক্ত ফি নিয়েছিল। এ নিয়ে বাগবিতান্ডার ও মারামারির ঘটনা ঘটেছে ।

সে কারনে প্রশাসনের হস্তক্ষেপে তাকে পরিবর্তন করে ওই এলাকার বায়েজিদ ইসলামকে অপারেটর হিসাবে নিয়োগ দেন । তিনি সুষ্ঠু ভাবে পরিচালনা করে আসেন। এর মধ্যে অতি গোপনে আবারো আইয়ুব আলীকে গভীর নলকুপের অপারেটর হিসাবে নিয়োগ দেয়ায় চরম হতাশায় পরেছেন গভীর নলকুপের অধীনের কৃষকরা।

অবিলম্বে আইয়ুব আলীকে প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কৃষক মমিনুল ইসলাম ,আবু সায়েদ,হারুন-অর-রশিদ,লেলিন সরকার, মিয়াজ উদ্দিন, রফিকুল ইসলাম,সহিদুল ইসলাম প্রমূখ ।  


এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ