আজকের শিরোনাম :

চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৪৯

চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানা দেওয়ান হাট থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ডিটি রোডের সালেহ বিল্ডিংয়ের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা যুবকের নাম মো. কাকের (২৪)। তিনি মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নাইসাপ্রু এলাকার আব্দুল মালেকের ছেলে। বর্তমানে উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পের তার অবস্থান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ আটকের তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের খবরে মঙ্গলবার সকালে নগরীর দেওয়ান হাট এলাকায় অভিযান চালিয়ে রিকশা থেকে নামিয়ে রোহিঙ্গা যুবক শাকেরকে আটক করা হয়।

তথ্য মতে তার দেহ তল্লাশী করে টিস্যু ও স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেটে ২ হাজার ৫শ করে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে নগরীতে বিক্রি করার কথা স্বীকার করে। এ ঘটনায় আটক রোহিঙ্গা যুবক শাকেরের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
 

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ