আজকের শিরোনাম :

জগন্নাথপুরে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ১৩:৩৪

                                          
সুনামগঞ্জের হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরস্থ  নলুয়া হাওর পোল্ডার-২ এর ৩৫ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ১৫লাখ ৯৭হাজার ৫শ টাকা ব্যয়ে বাধের নির্মাণ কাজের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান। 

পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান বলেন হাওর অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে অগ্রাধিকার দিয়ে শেখ হাসিনার সরকার কাজ করছেন। 

তিনি বলেন বেড়িবাঁধের কাজে  কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে। 

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহববুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রিজু, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল কালাম প্রমূখ। 

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ সূত্র জানায়, হাওরের ফসল রক্ষা কাজের বিনিময় টাকা কাবিটা নীতিমালা অনুযায়ী সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় ৫শ ৫৩টি প্রকল্পে এবার ৯৩ কোটি ৪৮লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। 

এর মধ্যে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পোল্ডার-২ প্রকল্পের রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা স্টীল ব্রীজের পাশে ৩৫নং মাধ্যমে ১.৩৮৫ কিলোমিটার বেড়িবাধ সংস্কারে ১৫লাখ ৯৭হাজার ৫শ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। 

এবিএন/রিয়াজ রহমান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ