আজকের শিরোনাম :

কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৭

কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন আজ শনিবার  (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।  এ ছাড়াও প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ৩৪জননেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে।

কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন শহীদ সন্তান, প্রখ্যাত সাংবাদিক ওলন্ডন দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার নাদিম  কাদির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক  সচিব মুক্তিযোদ্ধা মিজানুর রহমান।বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদের   চেয়ারম্যান মো. আনিসুল হক ভূইয়া, বাংলাদেশ ওর্য়াকাস পাটির সভাপতি মন্ডলীর সদস্য আকসির এম চৌধুরী, কসবা সার্কেলের জৈষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল করিম, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, বিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, এটিএন নিউজের পূর্বাঞ্চল ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য, কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ভূইয়া, খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির আহাম্মদ খান।

কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, আইন মন্ত্রী আনিসুল হকের সহকারী একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম  আহবায়করাশেদুল কাউছার ভূইয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল, স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক  আবদুল  কাইয়ুম, সদস্য সচিব এম.এইচ শাহআলম, মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম ভূইয়া, কসবা প্রেসক্লাব সহসাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সদস্য আবদুর রকিব স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী মো. আজহারুল ইসলামসহ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের কর্মীগণ উপস্থিতছিলেন।

অনুষ্ঠানে ১৯৭১ সনের স্বাধীনতা সংগ্রামে প্রতিষ্ঠা করা স্বাধীনবাংলা ছাত্রসংগ্রাম পরিষদের ৩৪জন সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।  অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়।

এবিএন/মো. অলিউল্লাহ সরকার অতুল/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ