আজকের শিরোনাম :

দিনাজপুর-৫ আসনের ভোটাররা নির্বাচনের দিকে তাকিয়ে আছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:২৩

সারাদেশের নির্বাচনী আমেজ থাকলেও দিনাজপুর-৫ আসনে নির্বাচনী আমেজ সাধারন ভোটারদের মাঝে লক্ষনীয় নয়। সারাদেশের কথা বলতে না পারলেও দিনাজপুর-৫ আসনের কথা বলা যেতে পারে। 

আগামী ৩০ ডিসেম্বর/২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচন পার্বতীপুর-ফুলবাড়ী নিয়ে গঠিত এ আসনটি। প্রার্থীদের মার্কা পাওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে শুধু দৌড় ঝাপ দেখা যায়। সাধারণ ভোটারদের মাঝে কোনো হাসিখুশি বা ভোটের আমেজ নেই বললেই চলে। যারা যে দলের নির্বাচনী সভা করে জনসাধারনকে নিজ নিজ মার্কায় ভোট দেওয়ার জন্য আহব্বান জানিয়ে যাচ্ছে। 

দলীয় নির্বাচনী সভাগুলোতে একই ধরনের ব্যক্তিরা সমাবেশ গুলোতে যোগ দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভোটাররা জানান, ভোটাররা এ আসনে সুন্দর সুষ্ঠ ভাবে ভোট প্রয়োগ করতে পারে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ থাকার আহব্বান জানান। ভোটের দিন ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবে কি না সে বিষয়ে চিন্তিত। 

এ আসনে যারা প্রতিদ্বন্দিতা করছেন, যাদের লিফলেট পোস্টার মাইকিং পরিলক্ষিত হচ্ছে তারা হলেন, ক্ষমতাশীল দলের প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড মোস্তাফিজুর রহমান ফিজার এম পি  (নৌকা), জেলা বিএনপির আহব্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এ জেড এম রেজওয়ানুল হক (ধানের শীষ), চরমোনাই পীরের মনোনীত প্রার্থী মওলানা মোঃ মতিউর রহমান (হাত পাখা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ সোলায়মান সামি (লাঙ্গল)। এদের মধ্যে নৌকা মার্কার প্রার্থী ৬ বারের এমপি মোস্তাফিজুর রহমান ফিজার পার্বতীপুর-ফুলবাড়ী (দিনাজপুর-৫) আসনে ব্যাপক ভাবে প্রচার-প্রচারনা, সভা-সমাবেশ করছে পাশাপাশি বিএনপির প্রার্থি আলহাজ¦ এ জেড এম রেজওয়ানুল হক গ্রাম গঞ্জে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বি এনপির চেয়ে আওয়ামী লীগ প্রচার প্রচারনায় এগিয়ে। এ আসনটিতে দুজনেই প্রতিদ্বন্দিতামূলক প্রার্থী। 

উপজেলা নির্বাচন অফিসার মোঃ মমিনুল আলম জানান, এ আসনে ইউনিয়নের সংখ্যা ১৭টি, পৌরসভা ২টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৯টি, ভোট কক্ষের সংখ্যা ৭৩৪টি। পার্বতীপুর উপজেলার ভোটার সংখ্যা পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৩১৪ জন এবং মহিলা ১ লাখ ৩২ হাজার ৫৫৩ জন। মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৭৬১ জন। অপর উপজেলায় পুরুষ ৬৬ হাজার ৭১৬ এবং মহিলা ৬৬ হাজার ৭৪১ জন। মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪৫৭ জন। 

এাবএন/এম এ জলিল সরকার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ