আজকের শিরোনাম :

রাজশাহী-১ আসনে ওমর ফারুক চৌধুরীসহ টিকে থাকল ৪ জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ১৪:০১ | আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৪:০৩

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ১২ জনের মধ্যে  ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

তারা হলেন, বিএনপি মনোনীত  সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক,   বাসদের আফাজ উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন বিশ্বাস, মুজিবুর রহমান ও সাইদুর রহমান, সুজাউদ্দীন,শহিদুল করিম শিবলী, শাহাদাত হোসেন। এর ফলে এই আসনে এখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪ জনের। তবে প্রার্থিতা বাতিল হলেও এ নিয়ে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন প্রার্থীরা।

রাজশাহী-১  আসন থেকে এবার নির্বাচনে অংশ নিতে মোট ১২ জন মনোনায়ন জমা দিলেও তাদের মধ্যে এখন প্রার্থিতা টিকে রইলো আওয়ামী লীগ মনোনীত সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, বিএনপি মনোনীত আভা হক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম পিয়ারুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল মান্নান।

রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের দপ্তরের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।  বিকেল পর্যন্ত এই যাচাই বাচাই চলবে।


এবিএন/শামসুজ্জোহা বাবু/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ