আজকের শিরোনাম :

চিরিরবন্দরে ৪ জন প্রসূতিকে উপহার সামগ্রী প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ২১:৩৩

দিনাজপুরের চিরিরবন্দরে ৪জন প্রসূতি মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।  আজ বুধবার সকাল ১০টায় উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আজমল হক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে ৪ জন সন্তান সম্ভাবা রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে মিডওয়াইফারীর মাধ্যমে নিরাপদ নরমাল ডেলিভারী করানো হয়।  

প্রসূতি মা ফেরদৌসি আকতার জানান, হাসপাতালের চিকিৎসা সেবার মান খুব ভাল। ছেলে সন্তানসহ আমি ও অন্যরা সুস্থ আছি।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আজমল হক জানান, বর্তমানে প্রতিমাসে ৩৫- ৪০টা করে নরমাল ডেরিভারী হয়।  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে এ ধরণের রোগী উপস্থিতিকরণে উদ্বুদ্ধ করা হচ্ছে।  হাসপাতাল থেকে সবধরণের ঔষধ দেয়া হচ্ছে।

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ