আজকের শিরোনাম :

তিতাসে কলা গাছের সাথে এ কেমন শত্রুতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৮, ১৬:০৫

কুমিল্লার তিতাস উপজেলায় দুই পরিবারের কলার বাগান কেটে ফেলেছে একদল দুর্বৃত্ত।

 ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে উপজেলার বন্ধরামপুর গ্রামের মন্তাজ উদ্দিন ও রোস্তম আলীর বাড়ীতে।

 সরেজমিনে গিয়ে জানা যায় বন্ধরামপুর মৌজার খাস খতিয়ানে ভূমি মন্তাজ উদ্দিন ও রোস্তম আলী সরকার থেকে লিজ নিয়ে বালু দিয়ে বরাট করে কলার বাগান করেছে।

 উক্ত ভূমি ক্রয় সুত্রে মালিকানা দাবি করে পাশের বাড়ীর বাবুল,শেখ ফরিদ,মন্টু,আমজাদসহ  অজ্ঞাত ৫/৬জন এসে সকাল আনুমানিক ৭টায় প্রকাশ্যে সকলের সামনে দুটি বাগানের গাছ কেটে ফেলে। এসময় তাদের ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি।

এবিষয়ে রোস্তম আলী সাংবাদিকদের বলেন আমার পিতা জীবিত থাকা অবস্থায় সরকার থেকে লিজ নিয়েছে। এবং আমাদের নামে খারিজ হয়েছে এবয়কি প্রতিবছর খাজনা দিয়ে আসছি। তারা কার জোরে  আমার এতো বড় ক্ষতি করলো, প্রতিটি  গাছে কলার ছরি ছিল।

অপর দিকে মন্তাজ মিয়ার ছেলে বাবু সাংবাদিকদের বলেন আমার পিতার নামে বর্তমানে বিএস আছে। দীর্ঘদিন ধরে আমরা এই ঝায়গা দখলে আছি। হঠাৎ করে সকালে ওই বাড়ীর লোকজন এসে আমাদের বাগান কেটে ফেলেছে।

 

এবিএন/কবির হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ