আজকের শিরোনাম :

উলিপুরে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ জনপ্রিয়করণ প্রকল্পের মাঠ দিবস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ২১:৫৩

কুড়িগ্রামের উলিপুরে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে রামদাস ধনিরাম গ্রামের বুড়ি তিস্তা নদীর উপকন্ঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুর ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রাম এর উপ-পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল গাফ্ফার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াকুব আলী।  

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি অফিসার আব্দুল হামিদ সরকার, চাষী মোঃ আজদুন্নবী, এরশাদুল হক, রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিচুর রহমান মিয়াজী, উলিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক প্রমূখ।

এবিএন/আব্দুল মালেক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ