আজকের শিরোনাম :

নিরপেক্ষ নির্বাচন চাইলে ইভিএমকেইবেছে নিতে হবে: ইসি কমিশনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮, ১৪:৩৬

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও আস্থার। তাই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চাইলে ইভিএম পদ্ধতিকেই বেছে নিতে হবে। কারণ ইভিএম পদ্যতিতে ভোট চুরির কিংবা জাল ভোট প্রদানের কোনো সুযোগ নেই। 

আজ শনিবার (২৭ অক্টোবর) দুপুরে ফরিদপুরের কবি জসিম উদদীন হলে আয়োজিত ইভিএম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

সাংবাদিকদের প্রশ্নের তিনি বলেন, এই মুহুর্তে সেনা মোতায়েনের কোনো চিন্তাভাবনা নেই। তফসিল ঘোষনার পর পরিবেশের উর নির্ভন করবে সেনা মোতায়েন করা হবে কিনা। 

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন কমিশেনের পরিচালক ফরহাদ হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন, আঞ্চলিক নির্ভাচন কর্মকর্তা নুরুজ্জামন তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন। 

এবিএন/কে এম রুবেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ