আজকের শিরোনাম :

হোসেনপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ১৪:৪৮

হোসেনপুরে কঠোর নিরাপত্তা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার এবং প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব । 

বিকেল থেকে প্রতিমা বির্সজনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অত্যান্ত সুশৃংখল ও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রতিমা নিয়ে বের হয়। এসময় ভক্তরা মাইকের গানের তালে তালে নেচে গেয়ে বাঁধভাঙ্গা আনান্দ উল্লাসে ফেটে পড়ে। 

এর আগে সকালে ধর্মীয় নানা অনুষ্ঠানাদির মধ্যে দিয়ে চলছে দেবী দুর্গা বিদায় দেয়ার প্রস্তুতি। ঢাক, ঢোল, করতাল, শাখ ও উলুধ্বনীর মধ্যে শেষ হয় মহাদশমী পূজা। হিন্দু রমনীরা মেতে উঠে সিঁন্দুর শুভক্ষনে। বিবাহিত নারীরা দেবীর চরণ থেকে সিন্দুর তোলা ও একে অপরকে পড়িয়ে দেয় এবং মঙ্গল কামনা করে। 

অন্যায় অবিচার আর অসুরকে বধ করার লক্ষ্যে মহাশক্তিরুপী, দুর্গাতিনাশিনী দেবী দুর্গা আবারও এক বছর পর মর্ত্যে আবির্ভূত হবেন এ প্রত্যাশায় ভক্ত ও পূজারীরা শেষ বিদায় জানায় দেবীকে।

হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও এ উপজেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। 

 

এবিএন/ খায়রুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ