আজকের শিরোনাম :

পটিয়ায় ট্রাফিক পুলিশের চাঁদাবাজী ও হয়রানীর প্রতিবাদে ধর্মঘট পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ২১:৫৮

পটিয়ায় অটো-টেম্পু, টেক্সি, সিএনজি, রাভি, টাটা, এইচ, মাহিন্দ্রা, পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে জন্য ধর্মঘট পালন করে। অনির্দিষ্ট কালের জন্য এ ধর্মঘটে মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পটিয়ার ট্রাফিক সার্জেন্ট জহিরুল ইসলাম, মো: ওসমান, হাবিলদার সাইফুল, রুবেল ট্রাফিক পুলিশদের বিরুদ্ধে গাড়ির কাগজপত্র দেখার নামে মামলা দিয়ে হয়রানি, চাঁদাবাজী, গাড়ি আটকিয়ে মোটা আংকের টাকা আদায়ের অভিযোগ এনে এ ধর্মঘট পালন করে।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় সংগঠনের কবির মার্কেটস্থ কার্যালয়ে ধর্মঘট সভায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের নেতা বদিউল আলম, মো: বদিউল আলম হিরু, নুরুল আলম, শহিদুল ইসলাম সেকু, জামসেদুল হক, বাঁচা সাইফুল ইসলাম, খোরশেদ আলম, মো: মহসিন, মো: ছগির, বেলাল উদ্দিন, হারুন, রাসেল, জামাল, আবুল হোসেন, গফুর, আকতার, সালাম, আলমগীর, রহিম, মনছুর, করিম, কাসেম, ইব্রাহিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ সড়ক পথ দিয়েও সিএনজি গাড়ি চলতে না দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা, গাড়ির ড্রাইভারদের মারধর, চাঁদা আদায় করে।  তারা এ ব্যাপারে পটিয়ার ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও ক্ষতিপয় কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসন সহ পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন।  

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ