আজকের শিরোনাম :

ইলিশ রক্ষা অভিযান

পাংশায় বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ জব্দ, ১১ জেলের কারাদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ১৭:৪৬

চলমান মা ইলিশ রক্ষা অভিযানের ৮ম দিনে আজ রবিবার (১৪ অক্টোবর) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাাম এলাকায় পদ্মা নদী থেকে ১ লক্ষ ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৪০ কেজি ইলিশসহ ১১জন জেলেকে আটক করা হয়েছে।

পরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত ১১জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।

পাংশা উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস মোঃ আব্দুস সালাম জানান, ভোর রাত ৩টার থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১লক্ষ ২৫হাজার মিটার কারেন্ট জাল ও ১৪০কেজি ইলিশ মাছ জব্দ এবং ১১জন জেলেকে আটক করা হয়।  এছাড়াও জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় প্রদান করা হয়।  এসময় মৎস্য অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ