আজকের শিরোনাম :

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সেবা প্রাপ্তিতে অবহিতকরণ সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১৩:৫১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বচ্ছ ও কার্যকর সেবা প্রাপ্তিতে কমিউনিটি ও নাগরিক গ্রুপ সক্রিয়করণ (একসেস) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বে-সরকারি সংস্থা ইএসডিও বাস্তবায়নে ও এশিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা হয়।

অবহিতকরণ সভা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান একরামুল হক, ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা রফিকুল ইসলাস, একসেস প্রকল্প ম্যানেজার শাহ মোঃ আমিনুল হক, একসেস ফোকাল পারসন সেরাজুস সালেকিন, প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার ওয়ালিউর রহমান, আদিবাসী নেতা কাচেন্দ্র নাথ ঋষি প্রমুখ।

এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য, এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/বিষ্ণু পদ রায়/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ