আজকের শিরোনাম :

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ১৯:৪০

জয়পুরহাটের পাঁচবিবিতে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বরণ করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায় গতকাল রবিবার সন্ধ্যায় আওলাই ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের মৃত কবুল হোসেনের পুত্র আসাদ (৫৫) বাঁশ কাটতে গেলে ঝাড়ের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বাঁশ লেগে বিদ্যুতায়িত হলে তার স্পর্শে আসাদ মারাত্মক ভাবে আহত হন।

তাৎক্ষনিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষান করেন। পাঁচবিবি থানার ওসি ঘটনাটি নিশ্চিত করেছেন। এলকাবাসী জানান উক্ত এলাকায় গত ২৬ সেপ্টেম্বরেও ঝিনাইল গ্রামের রইচ উদ্দীনের পুত্র আলাউদ্দীন (৪০) নামে এক ব্যাক্তি বাড়ির পাশে বাঁশঝাড় পরিস্কার করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়।

এ ব্যাপারে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস জানান, লোকজন যখন কাজ করে তখন আমাদের জানালে সে সময় লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতাম। এত করে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

 

   এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ