আজকের শিরোনাম :

তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৮

কিশোরগঞ্জের তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকল শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

আজ ১২ সেপ্টেম্বর রবিবার সরকারি নির্দেশনায় ৬১ সপ্তাহ পর স্কুলগুলো খোলে দেয়ায় উৎসবের আমেজে স্বতঃস্ফূর্তভাবে সকল শিক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করে।

সকাল ১০টার দিকে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে দেখা যায়, সহকারী শিক্ষক যোবায়ের হোসেন জ্বর মাপার যন্ত্র ধারায় সকল শিক্ষার্থীদেরকে তাপমাত্রা নির্ণয়ের পর স্কুলের বিতর ঢুকতে দিচ্ছেন।

শিক্ষার্থীরা ক্লাসরুমে যাওয়ার পূর্বে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, সিনিয়র শিক্ষক মো. জিল্লুর রহমান, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানসহ সকল শিক্ষকগণ শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদেরকে বরণ করে নেন। অনেক দিন পর স্কুল খোলার কারণে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ শিক্ষার্থীদের পদচারণায় সাঁজ সাঁজ  রব বিরাজ করে।

তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ৬১ সপ্তাহ বন্ধ থাকার পর আজ রবিবার থেকে স্কুলগুলো দেয়ায় শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার মনোযোগ বাড়ানোর জন্যই শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই  তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়ার ব্যবস্থা গ্রহণ করে স্কুল কর্তৃপক্ষ।

এবিএন/মো. সুমন মিয়া/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ