আজকের শিরোনাম :

ফেসবুকে হরতালের ছবি দেখে সনাক্ত হেফাজত কর্মী গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৮:০২

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় এক হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

আজ শনিবার (১০ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

এর আগে শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত হেফাজত কর্মীর নাম মোঃ রাশেদুজ্জামান ওরফে মুন্না (২২)। সে খুলনা জেলার পাইকগাছার মৃত রফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে মশিউর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় গত ২৮ মার্চ হেফজতে ইসলাম কর্তৃক আহুত হরতালের তাণ্ডবে অংশ গ্রহনকারীদের বিভিন্ন ছবি প্রকাশিত হলে উক্ত ছবি ও ভিডিও সংগ্রহ পূর্বক উহা পর্যালোচনা করে তাকে গ্রেফতার করা হয়।

এবিএন/মো. ইমন/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ