আজকের শিরোনাম :

ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়ল শুশক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৩

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীতে জেলেদের জালে এক বিশাল আকৃতির শুশক ধরা পড়েছে।  আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দ্বিতীয় ধরলা সেতুর এক কিলোমিটার পশ্চিমে গভীর পানিতে প্রায় আড়াই মন ওজনের এ শুশকটি ধরা পড়ে।  শুশক ধরা পড়ার খবর ধরলা তীরবর্তী এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য মুহুর্তের মধ্যে নদীর পাড়ে শতশত উৎসুক নারী পুরুষের ঢল নামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধরলা সেতুর এক কিলোমিটার পশ্চিমে গভীর পানিতে মাছ ধরার জন্য বেড় জাল ফেলেন জেলার কাঠালবাড়ী ছিনাই এলাকার হাড্ডু মিয়াসহ একদল জেলে।  জাল টেনে কিনারে নিয়ে আসার এক পর্যায়ে শুশকটি লাফালাফি শুরু করে।  পরে সকলে মিলে জাল দিয়ে পেঁচিয়ে শুশকটিকে আটক করে নৌকায় তোলেন তারা।

জেলে সর্দার হাড্ডু মিয়া (৫০) জানান, শুশকের তেল বিভিন্ন রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়।  এটি ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হবে।

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ