আজকের শিরোনাম :

মেলান্দহে বীর প্রতীক হেলালকে সংবর্ধনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২১, ১০:১৩

স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহের একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সৈয়দ সদরুজ্জামান হেলালকে সংবর্ধনা প্রদান করেছে মুক্তিসংগ্রাম যাদুঘর।

এ উপলক্ষে ১ মার্চ বিকেল ৪টায় মুক্তিসংগ্রাম যাদুঘরে আলোচনা সভা ও স্বাধীনতার গান শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিসংগ্রাম যাদুঘর ছাড়াও আ’লীগ ও অঙ্গসংগঠন, জাসদ, ঝাউগড়া উচ্চ বিদ্যালয়, মানবাধিকার সংগঠন, নাট্যনীড়, উদিচী শিল্পীগোষ্ঠী, বান্ধবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বীর প্রতীক সদরুজ্জামান হেলালকে সম্মাননা জানান।

মুক্তিসংগ্রাম যাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার, প্রবীন সাংবাদিক উৎপলকান্তি ধর, মেস্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু, কবি সায্যাদ আনছারী, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, শেরপুর মন্নাথ দে কলেজের প্রভাষক আ. মান্নান ভাষানী, শেরপুর মুক্তিসংগ্রাম যাদুঘর নেটওয়ার্কের রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জাসদের সভাপতি প্রভাষক আমির আলী প্রমুখ ব্যক্তি বর্গ এসময় বক্তব্য রাখেন।

সবশেষে নাট্যনীড় পরিচালিত ‘আমার স্বাধীনতা ও বাংলাদেশের ইতিকথা’ নাটক মঞ্চস্থ হয়।

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ