আজকের শিরোনাম :

ধর্মপাশায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ১৮:২৬

ধর্মপাশা (সুনামগঞ্জ), ২৬ আগস্ট, এবিনিউজ : সুনামগঞ্জের ধর্মপাশায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা পর্যালোচনা শীর্ষক এক মতবিনিময় সভা আজ রবিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনেসর উদ্যোগে অনুষ্টিত হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্টিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।

সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা পর্যালোচনা শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।

এছাড়াও সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্ত্তী , জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিকুন্নাহার শিল্পী, ইউপি চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার, নূর হোসেন, সেলিম আহমেদ, ফেরদৌসুর রহমান, প্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমূখ।

 

এবিএন/ইমাম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ