আজকের শিরোনাম :

চিলমারীতে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:৪৯

কুড়িগ্রামের চিলমারীতে ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে চিলমারী সরকারী কলেজ মাঠে ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. জিলুফা সুলতানা, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউ্ এম রায়হান শাহ,ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আ ন ম জাহিদুল ইসলাম, এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মামুন খান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, থানাহাট ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক মিলন প্রমুখ।

হরিপুর-চিলমারী তিস্তা সেতু নির্মান কল্পে উপজেলার মৌজাথানা, পাত্রখাতা, খরখরিয়া, মাচাবান্দা ও মুদাফৎথানা মৌজা সমুহের ৪২ জন ক্ষতিগ্রস্ত ভূমির মালিককে মোট ২ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৪০৮ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে অধিগ্রহণকৃত ভূমির মুল্য দেড়গুন হারে পরিশোধ করায় উপস্থিত জমির মালিকরা তা তিনগুন হারে পরিশোধের দাবি জানান।

এ সময় জেলা প্রশাসক তাদের দাবী উচ্চ মহলে জানাবেন জানিয়ে সরকারী কাজে সহযোগিতা করার জন্য ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের প্রতি অনুরোধ জানান।

এবিএন/গোলাম মাহবুব/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ