আজকের শিরোনাম :

মতলবে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০১৮, ১৬:৫৩

মতলব (চাঁদপুর), ১৪ মে, এবিনিউজ : মতলবে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল বৃদ্ধি প্রকল্প- ২য় পর্যায় (২য় সংশোধিত) এর উন্নয়ন সহায়তার (ভর্তুকি) আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ।

কৃষি পুর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির পাশকৃত কৃষক তালিকা প্রকল্প বাস্তবায়ন কমিটি কতৃক অনুমোদিত কৃষক আলী আকবরকে আজ সোমবার কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, মতলব দক্ষিণ কার্যালয় প্রাঙ্গণে বিতরণ করা হয়।

বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম।

এ সময় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম কিরণসহ কৃষকবৃন্দ। এ সময় তিনি বলেন, ধান ও গম কাটার যন্ত্র রিপার বিতরণ করা হয়। কৃষি শ্রমিক সংকট ও দ্বিগুণ পারিশ্রমিকের বিপরীতে এই যন্ত্র অতি অল্প সময়ে ধান ও গম কাটতে পারে।

যেখানে ৮ জন শ্রমিক ৮ ঘন্টায় এক একর জমির ৩ হাজার ২শ টাকার বিনিময়ে ধান কাটতে পারে, সেখানে একজন শ্রমিক ১ ঘন্টা ৩০ মিনিটে ৬শ টাকার বিনিময়ে কাটতে সক্ষম। এতে অর্থ খরচের পাশাপাশি সময়ও সাশ্রয় হয়।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/নির্মল

এই বিভাগের আরো সংবাদ