আজকের শিরোনাম :

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৫.৫০%

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০১৮, ১৩:২৮

চট্টগ্রাম, ০৬ মে, এবিনিউজ : এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৭৫.৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।  আজ রবিবার দুপুরে নগরীর ষোলশহরস্থ চট্টগ্রাম শিক্ষা বোর্ড চত্বরে এক সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিক আলম। ঘোষিত ফলাফলে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪ জন।

ঘোষিত ফলাফলে জানা যায়, গত বছরের চেয়ে এই বছর চট্টগ্রামে পাসের হার এবং জিপিএ দুটোই কমেছে। গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৩ শতাংশ, যা এই বছরের চেয়ে ৮ দশমিক ৪৩ শতাংশ বেশি। একইভাবে গত বছর জিপিএ ৫ পেয়েছিল ৮ হাজার ৩৪৪ জন, যা এই বছরের চেয়ে ২৫০ জন বেশি।

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ১ হাজার ১০টি বিদ্যালয়ের ১ লাখ ১৮ হাজার ২৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৫ হাজার ৪৯৪ জন ছাত্র ও ৬২ হাজার ৫৩৫ জন ছাত্রী। এ ছাড়া নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬ হাজার ১৯৬ জন, অনিয়মিত ১১ হাজার ৭৬৯ জন ও ৬৪ জন মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ