আজকের শিরোনাম :

ক্ষমা

  হিল্লুল তালুকদার

১০ জুন ২০২০, ১০:৫২ | অনলাইন সংস্করণ

আমি অপরাধী, 
হে বীরসেনারা,আমাকে ক্ষমা করে দিও,
তোমাদের দেওয়া স্বাধীনতার মান আমি রাখতে পারিনি।
আমি পারিনি তোমাদের একফোঁটা রক্তের মূল্য দিতে।
আজ তোমাদের কাছেই প্রশ্ন করি???
কেন নিজের জীবনটা এভাবে উৎসর্গ করেছিলে?
কিসের টানে?কোন মোহে?
কেন মায়ের চোখ ফাঁকি দিয়ে,বাবার অবাধ্য হয়ে,
প্রিয়তমা স্ত্রীর গভীর ভালবাসা উপেক্ষা করে
পণ করেছিলে দেশের মুক্তি? 
কি ছিল তোমাদের শক্তি? 
মৃত্যুর অপার থেকে কি সব দেখতে পাও?
সব দেখে কি কাঁদো?
আচ্ছা,,,কিভাবে কাঁদো?
ডুকরে কেঁদে উঠো নাকি ফুফিয়ে?
নাকি বোবা কান্না?
কাঁদলে কি তোমাদের চোখেও জল ঝরে?
মৃত্যুর ওপারে তোমাদের চোখের জলের রঙ কেমন?
জলের স্বাদটাও কি নোনতা?
খুব কৌতুহলেই প্রশ্ন জাগে।
যদি একবারও তোমরা আমাকে প্রশ্ন করো,
কেন দেশ স্বাধীন করেছিলাম?
সে প্রশ্নের উত্তর আমার জানা নেই,
যে সোনার বাংলার স্বপ্নে উৎসর্গ করেছিলে নিজেকে,
সেই সোনার প্রতিটি পরতে এখন গভীর খাদ,
খাদ সরানোর নামে তারই উপর পড়ে আরেক পরত।
তোমরা কখনো জানতে চেওনা,
কেন দেশ স্বাধীন করেছিলে।
তোমাদের বোবা কান্না যেমন আমরা শুনতে পাইনা,
আমাদের বোবা উত্তরগুলোও তোমরা শুনবেনা।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ