আজকের শিরোনাম :

কলকাতায় বইমেলার উদ্বোধন ২৮ জানুয়ারি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১০:০৯

আগামীকাল ২৮ জানুয়ারি কলকাতায় ৪৪তম আন্তর্জাতিক বইমেলা শুরু হবে। এদিন সন্ধ্যা ৬টায় সল্টলেক সেন্ট্রাল পার্কে এই বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বই মেলার আয়োজক সুধাংশ শেখর জানান, ২৯ জানুয়ারি বইমেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজার কারণে উদ্বোধনের অনুষ্ঠান এগিয়ে ২৮ জানুয়ারি করা হয়েছে।

বই মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নটি নির্মিত হবে শান্তিনিকেতনে অবস্থিত বাংলাদেশ ভবনের আদলে। সামনে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল। এবার সেমিনারের বিষয়বস্তু থাকবে ‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু ও সোনার বাংলা স্বপ্নের বাস্তবায়ন’। বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। সেমিনার ও বাংলাদেশ শিল্পীদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

কলকাতার উপ-হাইকমিশনের প্রথম সচিব(বানিজ্যিক) মো: শামছুল আর্ফি এ তথ্য জানিয়ে বলেন, এবার বাংলাদেশের সরকারি-বেসকারি মিলিয়ে মোট ৪৫টি স্টল বসবে। 

বইমেলার শেষদিন কলকাতা উপ-হাইকমিশনের আয়োজন ও বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ দিবস’। অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রাশিয়া ও বাংলার বিশিষ্ট লেখক ও ব্যক্তিরা।

বই মেলায় এবারের থিম দেশ রাশিয়া। প্রায় ৬০০ স্টল থাকছে বইমেলায়। লিটল ম্যাগাজিনের জন্য থাকবে ২০০টি টেবিল। ব্যবস্থা থাকবে ৯টি প্রবেশ ও প্রস্থানের রাস্তা। দুটি বড় হল তৈরি হচ্ছে প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন এবং বিশিষ্ট নাট্যকার গিরিশ কারনাডের নামে।

লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের নামকরণ হচ্ছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের নামে। প্রেস কর্নারের নামকরণ হয়েছে বর্তমান পত্রিকার প্রয়াত সম্পাদক শুভা দত্তের নামে। মুক্তমঞ্চের নামকরণ হয়েছে অদ্রীশ বর্ধনের নামে। 

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি জানান, মোট ২০টি দেশ মেলায় অংশগ্রহণ করছে।

বই মেলায় বাংলাদেশ ছাড়াও রাশিয়া, কোস্টারিকা, স্পেন, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, গুয়াতেমালা, আর্জেন্টিনা থেকে লেখকরা যোগ দেবেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ