আজকের শিরোনাম :

নোবেলের অফিসিয়াল ফেসবুক পেজে রবীন্দ্রজয়ন্তী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০১৮, ১৯:৫৪

ঢাকা, ০৯ মে, এবিনিউজ : আবেগতাড়িত বাঙালির কাছে ২৫ শে বৈশাখ দিনটি শুধুমাত্র গুরুত্বপূর্ণই নয়, স্মরণীয়ও বটে৷ ১৯৬১ সালের এই দিনটিতেই জন্মেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গেছে তার জন্মোৎসব পালন৷ এক্ষেত্রে, পিছিয়ে নেই তারকারাও৷

ট্যুইটারে ছবি পোস্ট করে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন বলিউড ডিভা মাধুরী থেকে বিগ বি সকলেই৷ তার এই ১৫৭ তম জন্মদিবসে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রীমহলও৷ তালিকা থেকে বাদ যাননি অর্থমন্ত্রী অরুণ জেটলিও৷

পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট শেয়ার করেছে ‘নোবেল প্রাইজ’-এর অফিসিয়াল ফেসবুক পেজ৷ পোস্টটিতে দেখা গিয়েছে কবিগুরু এবং আইনস্টাইনের এক ঐতিহাসিক কথেপোকথেন৷ সঙ্গে রয়েছে বেশ কিছু অদেখা ছবিও৷ ১৯৩০ সাল৷ দিনটি ছিল ১৪ জুলাই৷

অ্যালবার্ট আইনস্টাইন তার বাড়িতে আমন্ত্রণ জানান প্রথম ভারতীয় নোবেলজয়ীকে৷ আর সেখানেই একাধিক বিষয়ের উপর বুদ্ধিদীপ্ত আলোচনা হয় তাদের মধ্যে৷

তবে, জন্মদিবস পালন নিয়ে ইতিমধ্যেই বির্তক শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডারের তারিখের অমিলই এর কারণ৷ বিষয়টিকে নিয়ে ব্যঙ্গও করা হয়েছে৷ অনেকে বিষয়টিকে ‘২৩ শে দিবস’ বলেও আখ্যায়িত করেছেন৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ