আজকের শিরোনাম :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে মূল সংগীত আহ্বান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০১৯, ১৫:৫৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বছরব্যাপী এ কর্মসূচি পরিচালনার জন্য একটি মূল সংগীত (থিম সং) নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগ্রহী গীতিকার ও লেখকদের কাছ থেকে আগামী ১৫ জুনের মধ্যে মূল সংগীত ( থিম সং ) আহবান করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী উপ-কমিটি। এ গান ১৬ লাইনের মধ্যে হতে হবে।

সাংস্কৃতিক ও প্রদর্শনী উপ-কমিটির সদস্য সচিব নাট্যজন লিয়াকত আলী লাকী আজ মঙ্গলবার এ তথ্য জানান।

তিনি বলেন, মূল সংগীত নির্বাচনের জন্য ইতোমধ্যে সাংস্কৃতিক উপ-কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। 

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যে গঠিত হয়েছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তাবায়ন জাতীয় কমিটি।’

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর এই মূল সংগীত (থিম সং) পাঠানোর ঠিকানা: সাংস্কৃতিক ও প্রদর্শনী উপ-কমিটির সদস্য সচিব, আন্তর্জার্তিক মাতৃভাষা ইন্সটিটিউট (৫ মতলা), ১/ক, সেগুনবাগিচা, রমনা, ঢাকা ১০০০ অথবা ই-মেইল ফম@ংযরষঢ়ধশধষধ.মড়া.নফ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ