আজকের শিরোনাম :

ব্যতিক্রমী প্রদর্শনী ‘কবির জন্মদিন’ শুরু হচ্ছে আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৮:৫০

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানাসময়ে পালিত জন্মদিনের দূর্লভ তথ্য, ছবি আর স্মৃতিকথার গবেষণা আখ্যানের প্রদর্শনীর আয়োজন করেছে ‘বাংলাদেশ ইভেন্টস্’ ও ‘আর্কাইভ ৭১’ । ৩ থেকে ৬ মে, এই প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। আয়োজনের শিরোনাম ‘কবির জন্মদিন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমির সহযোগিতা ও আইএফআইসি ব্যাংক লিমিটেডের পৃষ্টপোষকতায় ৩ মে শুক্রবার বিকাল ৪ টায় এর উদ্ধোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইএফআইসি ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক, শাহ আলম সারওয়ার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, এটিএন নিউজের প্রধান নির্বাহি সম্পাদক মুন্নী সাহা।

প্রদর্শনীর গবেষক, তথ্য সংগ্রাহক শুভ্রজিত ভট্টাচার্য (ত্রিপুরা) এর সঞ্চালনায় প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রবীন্দ্রনাথের গান, কবিতা বর্ণাঢ্য শিল্পজীবন নিযে পৃথক পৃথক শিরোনামে চলবে নানা আয়োজন।

৪ মে ২০১৯, শনিবার এর আয়োজনের শিরোনাম: কথা-বাজনা-কবিতা। রবীন্দ্রনাথের শিল্পজীবন নিয়ে কথা বলবেন- শাহ আলম সারওয়ার, কবিতা পাঠ করবেন হাসান আরিফ, বেহালা বাজাবেন ড. শিউলি ভট্টাচার্য।

৫ মে ২০১৯, রবিবারের আয়োজনের শিরোনাম: আমার রবীন্দ্রনাথ, কথা বলবেন- কথাসাহিত্যিক সেলিনা হোসেন, গাইবেন পিন্টু ঘোষ বাজাবেন সৌরভ সরকার।

৬ মে সমাপনী আয়োজনের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ও বিশেষ অতিথি টেলিভিশন ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার।

প্রদর্শনীর মিডিয়া পার্টনার এটিএন নিউজ।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ