আজকের শিরোনাম :

আপন অপুর পঞ্চম বই ‘ফুটল হাসি সবার মুখে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৮

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক আপন অপুর নতুন শিশুতোষ বই ‘ফুটল হাসি সবার মুখে’। বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন। স্টল নং ৫৫৭। রঙিন এ বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।

বইটি প্রসঙ্গে আপন অপু বলেন, এটি প্রকৃতি ও পরিবেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা নিয়ে শিক্ষণীয় একটি বই। বইটিতে গল্পে গল্পে ক্ষুদে পাঠকরা প্রকৃতিকে ভালোবাসাতে শিখবে। বইটি পড়ে নদীতে নোংরা-অবর্জনা ফেলা, পাখির বাচ্চাদের মারা, কাঁচা ফল পেড়ে নষ্ট করতে অনুৎসাহিত হবে তারা।

উল্লেখ্য, আপন অপুর প্রথম বই ‘আম কুড়ানোর দিন’ প্রকাশ পায় ২০১৬ বইমেলায়। বইটি ক্ষুদে বইপিপাসুদের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। এছাড়া তার প্রকাশিত ছোটদের বই সাগরে গেল মিউ ব্যাঙ, ময়না পাখি ছড়া বলে ও পরি এলো রাজার দেশে। ছোটদের জন্য লেখালেখির পাশাপাশি তিনি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। একটি পতাকার গল্প ও দ্য ব্রোকেন ড্রিম। তার লেখা দেশাত্ববোধক গান ‘লাল সবুজের বাংলাদেশ’ গেয়েছেন ক্ষুদেগানরাজ পুষ্পিতা ও মাহিন।


এবিএন/মারুফ সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ