আজকের শিরোনাম :

কবি অলোকরঞ্জন দাশগুপ্ত আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ১২:৩৪

না ফেরার দেশে চলে গেলেন কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জার্মানিতে নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, কবি অলোকরঞ্জন দাশগুপ্ত গত চার দশক ধরে জার্মানির বাসিন্দা ছিলেন। সেখানেই তিনি মারা যান। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

কবি অলোকরঞ্জন ১৯৩৩ সালের ৬ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। শান্তিনিকেতনে প্রথম পাঠ সেরে উচ্চশিক্ষার জন্য তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন স্নাতকোত্তর। এর পর দীর্ঘদিন শিক্ষকতা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে।

হামবোল্ড ফাউন্ডেশন ফেলোশিপ নিয়ে অলোকরঞ্জন একসময়ে জার্মানিতে পাড়ি জমান। বাংলা ভাষার সঙ্গে জার্মান সাহিত্যের মেলবন্ধনের রূপকার হিসেবে পরিচিতি রয়েছে তার। বাংলা কবিতা জার্মান ও ইংরেজি ভাষায় অনুবাদের পাশাপাশি জার্মান ভাষার কবিতাও বাংলায় অনুবাদ করেছেন। জার্মান সরকার তাকে গ্যেটে পুরস্কারে ভূষিতও করে। ১৯৯২ সালে মরমী কারাত কাব্যগ্রন্থটি তাকে ভারতের  সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাইয়ে দেয়।

রবীন্দ্র ধারার কাব্যরুচি থেকে বাংলা কবিতাকে পৃথক খাতে বইয়ে দেওয়ার শুরু পঞ্চাশের দশকে। এই সময়ে যারা নিজস্ব ভাষাভঙ্গি নিয়ে লিখতে শুরু করেছিলেন, অলোকরঞ্জন ছিলেন তাদের অগ্রপথিক। এ পর্যন্ত তার ২০টির ওপর কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ