আজকের শিরোনাম :

৩৯তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ: ১৩৭৫০ জন উত্তীর্ণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫ | আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১২

৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

 বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ফলাফলে দেখা গেছে, সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩জন প্রার্থী পাশ করেছেন। পাশ করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য এখন মৌখিক পরীক্ষা দেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় খুব শিগগিরই ঘোষণা করা হবে।

গত ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন।

এই বিশেষ বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। এ সংখ্যা বাড়তে পারে। 

ফলাফল দেখতে:

৩৯তম বিশেষ বিসিএসের ফলাফল অনলাইনে দেখতে পিএসসির ওয়েবসাইট http://www.bpsc.gov.bd -এ প্রবেশ করুণ। এ ছাড়াও মোবাইল এসএমএসের মাধ্যমে এই ফল জানতে PSC লিখে স্পেস দিয়ে ৩৯ লিখে স্পেস দিয়ে Registration নম্বর স্পেস 1622২ নম্বরে পাঠালে ফলাফল জানা যাবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ