logo
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-৩

সেহরির শেষ সময় : ভোর ৩:৪০

ইফতার : সন্ধ্যা ৬:৪৫

একই সঙ্গে ৫ সন্তান প্রসব

একই সঙ্গে ৫ সন্তান প্রসব

ঢাকা, ০৭ আগস্ট, এবিনিউজ : খোদা তায়ালার কত খুদরতইতো দেখা যায়। বিয়ে হয়েছে দশ বছর আগে সন্তান হয়না। যখন আল্লাহ দিয়েছে একই সাথে ৫টি সন্তান দিয়েছে।
বিয়ের ১০ বছর পর এক সঙ্গে পাঁচ সন্তানের মা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার লিপি খাতুন (২৮)। বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাতে তিনি দুটি মেয়েসহ ৫টি সন্তান প্রসব করেন। তবে নবজাতকদের মধ্যে মেয়ে দুটি সুস্থ হলেও অপর তিনটি বাচ্চা অসম্পূর্ণ শারীরিক গঠন নিয়ে মৃত অবস্থায় জন্ম গ্রহণ করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 
লিপির মা লিলি বেগম জানান, প্রায় ১০ বছর আগে নগর গ্রামের বাকের মণ্ডলের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেন। কিন্তু দীর্ঘ সময়েও সন্তান না হওয়ায় তাদের পরিবারের সবাই লিপির প্রতি অসন্তুষ্ট ছিলেন। এর মধ্যে লিপি সন্তান সম্ভবা হয়ে পড়েন। শনিবার সন্ধ্যায় প্রসব ব্যাথা উঠলে তাকে দ্রুত বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাতেই তিনি স্বাভাবিকভাবে একে একে ৫টি সন্তান প্রসব করেন।
 
বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. আনসারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'অপারেশন ছাড়াই লিপি খাতুন ৫টি সন্তান প্রসব করেন। তবে মাসহ দুটি শিশু সুস্থ হলেও অপর তিনটি শিশুর গঠন পুরোপুরি সম্পন্ন হয়নি। এ শিশু তিনটি মৃত।
 
এবিএন/রবি-১ম/নারী ও শিশু/মুস্তাফিজ/মমিন

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত