আজকের শিরোনাম :

তেঁতুলিয়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১১:১২

দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান, এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮২ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-৭ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। 

এ ছাড়া রংপুরে ১৩.৭, সৈয়দপুরে ১১.৮, রাজারহাটে ১৩.০, ডিমলায় ১২.০, নওগাঁয় ১৪.০, চুয়াডাঙ্গায় ১৪.০, পাবনায় ১৩.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ