আজকের শিরোনাম :

সোমবার পর্যন্ত বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ২০:০০

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’- এর প্রভাবে ঢাকাসহ দেশের উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সড়কেও অন্য দিনের চেয়ে বেশি যানজটে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে, সোমবার (৬ ডিসেম্বর) পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে।

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিলেও, বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দেশ। রোববার (৫ ডিসেম্বর) দিনভর দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। দেখা মেলেনি সূর্যের।

রাজধীনেতে থেমে থেমে বৃষ্টির পাশাপাশি বয়ে যায় হিমেল হাওয়া। এতে কর্মব্যস্ত মানুষ পড়েন বিপাকে। তারা বলছেন, ঠান্ডটি অন্যদিনের তুলনায় বেশি লাগছে। রিকশাওয়ালারা বলছেন, বৃষ্টির কারণে যাত্রীও কম।

বৃষ্টির মধ্যে সড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ। একজন বলেন, পরীক্ষার জন্য বের হয়েছি। এখন ভিজে অবস্থা খুবই খারাপ। কেউ কেউ বলছেন, গাড়ি কম রয়েছে। তারপর আবার হঠাৎ বৃষ্টির কারণে অনেকেরই ছাতা না থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল থাকায়, সব মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ কাওসার পারভীন বলেন, গভীর নিম্নচাপটি এখনও আছে। এটি এখন উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। জাওয়াদের প্রভাবে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে।

পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতকর্তা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ