এবার সিএনজি স্কুটার আনলো জনপ্রিয় সংস্থা

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০

গত বছর সিএনজি বাইক এনে তাক লাগিয়েছে বাজাজ। এবার সিএনজি স্কুটার আনলো আরেক জনপ্রিয় টু হুইলার সংস্থা টিভিএস। নাম টিভিএস জুপিটার স্কুটার। এটিই বিশ্বের প্রথম সিএনজি স্কুটারের রেকর্ড গড়েছে। এতে সিএনজি সিস্টেমের কথা মাথায় রেখে কিছু বিশেষ পরিবর্তন করা হয়েছে। স্কুটারটিতে একটি ১.৪ কেজির সিএনজি ট্যাঙ্ক এবং একটি ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক রয়েছে। এই স্কুটারটি ১ কেজির সিএনজিতে ৮৪ কিলোমিটারের মাইলেজ দেয়। অর্থাৎ ১ কেজি সিএনজিতে এই স্কুটারে ৮৪ কিলোমিটার রাস্তা যাওয়া যাবে। এর সঙ্গে জুপিটার স্কুটারে পুরো সিএনজি ট্যাঙ্কে ২২৬ কিলোমিটার রাস্তা যাওয়া যাবে।
বর্তমানে টিভিএস জুপিটার ১২৫ পেট্রোল সংস্করণের এক্স শোরুম ভারতে দাম রয়েছে ৮৮ হাজার ১৭৪ রুপি থেকে ৯৯ হাজার ১০৫ রুপির মধ্যে। নতুন সিএনজি সংস্করণের দাম রাখা হয়েছে ৯৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত। এবিএন/প্রযুক্তি ও গবেষণা/আরআরকে
এই বিভাগের আরো সংবাদ