স্মার্টওয়াচে তোলা যাবে স্মার্টফোনের মতো ছবি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৬

প্রযুক্তি দুনিয়ায় স্মার্টওয়াচ একটি অন্যতম সেরা পণ্য। শুধু সময় দেখার কাজেই নয় বরং স্বাস্থ্যের খেয়াল রাখতেও সহায়তা করে ব্যবহারকারীর। এবার জনপ্রিয় সংস্থা নয়েজ তাদের কালার ফিট প্রো ৬ সিরিজ স্মার্টওয়াচ আনলো বাজারে। এই স্মার্টওয়াচ সিরিজে রয়েছে নয়েজ কালার ফিট প্রো ৬ এবং নয়েজ কালার ফিট প্রো ৬ ম্যাক্স - এই দুই স্মার্টওয়াচ মডেল। নয়েজ কালার ফিট প্রো ৬ স্মার্টওয়াচে রয়েছে ১.৮৫ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। নয়েজের এই স্মার্টওয়াচের সাহায্যে আপনি ছবি তুলতে পারবেন। কবজিতে থাকা স্মার্টওয়াচ ঝাঁকালে ফোন এলে তা কেটে দিতে পারবেন। এছাড়াও স্মার্টওয়াচের স্ক্রিন ঢেকে রাখলে ফোনকল মিউট করা যাবে।
এআই যুক্ত একাধিক হেলথ ফিচারের সাপোর্টও রয়েছে নয়েজের এই স্মার্টওয়াচে। ইমার্জেন্সি এসওএস এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।
একবার পুরো চার্জ দিলে ৭ দিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই ধরনের ডিভাইসের এই স্মার্টওয়াচ যুক্ত করা যাবে। ভারতীয় বাজারে নয়েজ কালার ফিট প্রো ৬ স্মার্টওয়াচের দাম শুরু হচ্ছে ৫ হাজার ৯৯৯ রুপি থেকে। অন্যদিকে নয়েজ কালার ফিট প্রো ৬ ম্যাক্স স্মার্টওয়াচের দাম শুরু হচ্ছে ৭ হাজার ৪৯৯ রুপি থেকে। স্মার্টওয়াচের স্ট্র্যাপের ধরন অনুসারে আরও বেশি দামের ভ্যারিয়েন্টও রয়েছে।
এবিএন/প্রযুক্তি ও গবেষণা/ডিএমকে
এই বিভাগের আরো সংবাদ