লঞ্চ হলো আইফোন ১৬ সিরিজের ফোন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৩

লঞ্চ হলো আইফোন ১৬ সিরিজের ফোন
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করেছে আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল। সোমবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে আয়োজিত ‘ইটস গ্লোটাইম’ ইভেন্টে এটি লঞ্চ করা হয়েছে। লঞ্চ ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপল টিভি অ্যাপসহ প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হয়েছে।

প্রত্যেটি সিরিজের মতো এই সিরিজেও থাকছে ৪টি মডেল: আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। আপগ্রেড হচ্ছে প্রসেসরও।

আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো চিপ থাকবে। এই সিরিজের অন্যতম নতুন সংযোজন হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

সিরিজিটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন আনছে। এই সিরিজের প্রো ডিসপ্লে আকার হবে ৬ দশমিক ৩ ইঞ্চি আর প্রো ম্যাক্স ৬ দশমিক ৯ ইঞ্চি।

এছাড়া, আগের সিরিজের তুলনায় এই সিরিজে ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে। একইসঙ্গে হাই পারফরমেন্স গেইমিং থাকায় খেলা হবে আরও স্বাচ্ছন্দময়।

আইফোন ১৬ প্রো ম্যাক্স

ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক। এই সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।

এই সিরিজের প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এতে রয়েছে সিনেমাটিক মোড। আগের চেয়েও বেশি রেজোল্যুশন। এর সাহায্যে সিনেমা তৈরি কর যাবে। থাকছে ফোকাস না হারিয়েই চলমান বস্তুর ছবি তোলার জন্য ভিজ্যুয়াল ইন্টিলিজেন্স সুবিধা। এই সিরিজের ফোন দিয়ে একটি পেশাদার ভিডিও শ্যুট করেছে অ্যাপল।

অডিও ফিচারে এনেছে নতুন সুবিধা। এখন ঘরে বসেই স্টুডিওর মতো সাউন্ড রেকর্ড করা যাবে। রয়েছে মিউজিক বানানোর সুবিধাও।

আইফোন ১৬ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার থেকে শুরু।

এবিএন

এই বিভাগের আরো সংবাদ