ফেসবুকে প্রতিদিন কত সময় কাটাচ্ছেন জানতে পারবেন যেভাবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১৫:০০

ফেসবুক। এটি বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম। বর্তমানে সারা বিশ্বে এই প্ল্যাটফর্মটির সক্রিয় ব্যবহারকারী ২.৯৩ বিলিয়ন। তাদের মধ্যে আপনিও একজন। আপনি দিনের বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন ফেসবুকে। কখনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ, কখনো সংবাদ পড়া আবার কখনো ভিডিও-রিলস দেখাসহ আরও অসংখ্য কাজে ফেসবুকে সময় দিচ্ছেন আপনি। 

ফেসবুক হেল্প সেন্টার বলছে, আপনি প্রতিদিন কত সময় ধরে ফেসবুক ব্যবহার করছেন- তা চাইলে জানতে পারবেন।

*প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করুন।
*এরপর মূল ফিডের ডান দিকের ওপরে থাকা হ্যামবার্গার মেন্যুতে ক্লিক করুন।
*তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’তে ক্লিক করুন।
*এবার ‘ইওর টাইম অন ফেসবুক’-এ ট্যাপ করুন।
*এরপর নতুন একটি ম্যানু ওপেন হবে, সেখানে ‘সি ইওর টাইম’-এ ট্যাপ করে দেখতে পারবেন প্রতিদিন ফেসবুক ব্যবহারে আপনার কত সময় ব্যয় হয়েছে।

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ