আজকের শিরোনাম :

‘বার্ডে’ বড় পরিবর্তন আনছে গুগল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৫

জনপ্রিয় চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী ‘বার্ডে’ বড় পরিবর্তন আনতে চলেছে গুগল। সম্প্রতি সংস্থাটি ঘোষণা দিয়েছে, বার্ডে’র নতুন আপডেটে গুগলের সব টুলের অ্যাক্সেস দেওয়া হবে। এর ফলে ইউটিউব, গুগল ড্রাইভ, গুগল ফ্লাইটসহ গুগলের বাকি সেবাগুলো গ্রহণের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

সিএনএন জানিয়েছে, এর ফলে বার্ড ব্যবহারকারীদের ভ্রমণের পরিকল্পনা সাজাতে এবং রিয়েল ফ্লাইটের বিভিন্ন অপশন খুঁজে বের করতে সাহায্য করতে পারবে। তাছাড়া একজন ব্যবহারকারী সাম্প্রতিক গুগল ড্রাইভে সংরক্ষণ করা মিটিং নোটের সারসংক্ষেপ তৈরি করতেও বার্ড এর সহায়তা নিতে পারবেন। এ ছাড়া নতুন এই আপডেটের মধ্যে রয়েছে, একাধিক ভাষায় চ্যাটবটটির সাথে যোগাযোগ করার সুবিধা, ফ্যাক্ট-চেকিং ক্ষমতা।

এই বিষয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং বার্ডের জেনারেল ম্যানেজার সিসি সিয়াও বলেছেন, এই পরিষেবাগুলো একে অপরের সঙ্গে একযোগে খুবই শক্তিশালী। এতে মানুষের অনেক সময় বাঁচাবে। যা করতে আগে এক ঘণ্টা বা তার বেশি সময় নিতে তা এখন এক মিনিটেই করা সম্ভব হবে। আগে এটি শুধু গুগলের বৃহৎ ভাষার মডেলের ওপর ভিত্তি করে প্রবন্ধের খসড়া লিখতে সক্ষম ছিল। কিন্তু এখন এটি গুগলের অন্যান্য বিভিন্ন পরিষেবা থেকেও তথ্য সংগ্রহ করবে। বার্ড এখন ইউটিউব, মানচিত্র, ফ্লাইট থেকেও তথ্য সংগ্রহ করবে এবং তা ব্যবহারকারীদের কাছে পরিবেশন করবে।

তিনি বলেন, নতুন আপডেটে একটি ‘ডাবল চেক’ বোতামও আসতে চলেছে। যেখানে ব্যবহারকারীদের জন্য প্রাপ্ত ফলাফলের যথার্থতা মূল্যায়ন করার সুবিধা থাকবে। তিনি জানান, এই সকল সুবিধা গ্রহণ করতে চাইলে প্রথমে বার্ড’কে অন্যান্য এক্সটেনশনগুলোতে অ্যাাক্সেসের অনুমতি দিতে হবে। ব্যবহারকারীরা অবশ্য চাইলে যে কোন সময় এই অনুমতি বন্ধও করে দিতে পারেন।

জনসাধারণের কাছে ব্যাপকভাবে প্রকাশের পর থেকে ছয় মাসের মধ্যে এটিই বার্ডের সবচেয়ে বড় আপডেট বলে চিহ্নিত করা হয়েছে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ