আকাশে উজ্জ্বল ‘স্ট্রবেরি মুন’

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০০:৪৫ | আপডেট : ০৬ জুন ২০২৩, ০৯:৪০

জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিশ্বের নানা প্রান্তের আকাশে দেখা মিলছে উজ্জ্বল গোলাপের মতো রূপে ‘স্ট্রবেরি মুন’। শনি এবং রোববার রাতের আকাশ জুড়ে বিস্তৃত ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা। আকাশ আলো করে উঠেছিল পূর্ণিমার পূর্ণচন্দ্র। সারা পৃথিবীতেই নানা ভাবে ধরা পড়ে পূর্ণিমার চাঁদের অপরূপ সৌন্দর্য। ব্যালব্রিগান লাইটহাউসের পিছনে হাসছে পূর্ণিমার চাঁদ।
ইউরোপে এ সময় পাকা স্ট্রবেরি ফলন ঘরে তোলা হয়। চাষিরা তাদের ঝুড়ি ভরে তোলেন গোলাপি-লাল স্ট্রবেরি। তাই জুনের পূর্ণিমার চাঁদকে বলে স্ট্রবেরি মুন। ইংল্যান্ডের স্টোনহেঞ্জের সামনে ধরা পড়েছে উজ্জ্বল চাঁদের রূপ।
ইউরোপের নানা দেশে স্ট্রবেরি মুনের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক গল্প। কোনও কোনও দেশে একে রোজ মুন বা গোলাপ চাঁদ বলেও ডাকা হয়।
নিউ ইয়র্ক শহরের আকাশে আলো করে ভাসছে জুন মাসের পূর্ণিমার চাঁদ।
ইউরোপের নানা দেশে এটা মধুচাষেরও ঋতু। তাই এই চাঁদকে বলা হয় ‘হনিমুন’বা মধুচন্দ্রিমা। সেখান থেকেই বিয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে এই অনুষঙ্গ।
রোমান দেবী জুনোর নাম থেকেই এই মাসের নামকরণ জুন।
সেই মাসের পূর্ণিমার চাঁদ ভাস্বর সিয়াটলের আকাশে।
ইংল্যান্ডের কর্নওয়ালের মাইকেলস মাউন্টেও অমলিন স্ট্রবেরি চাঁদের হাসি।
মার্চ মাসের পূর্ণিমাকে ইউরোপে বলা হয় ‘ওয়র্ম মুন’ এবং মে মাসের রাকাকে ডাকা হয় ‘ফ্লাওয়ার মুন’ নামে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি
এই বিভাগের আরো সংবাদ