কম দামের স্মার্টফোন আনছে ওয়ানপ্লাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৯:৪৫ | আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৩:২০

চীনের জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস সাশ্রয়ী দামে পকেটফ্রেন্ডলি স্মার্টফোন আনছে। ফোনটির মডেল ওয়ানপ্লাসের নর্ড সিই ৩ লাইট এডিশন। এটি একটি ৫জি কানেক্টেড স্মার্টফোন। ইতিমধ্যেই ফাঁস হয়েছে তার ঝলক। 

নর্ড সিই টু ফোনটি গতবছর এসেছিল। এবার আসছে এর লাইট ভার্সন। যার দাম থাকবে হাতের নাগালে। 

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসতে চলেছে মডেলটি। যেখানে থাকছে দুটি বড় সার্কুলার ক্যামেরা মডিউলস। থাকছে ১২০ হার্জের সাপোর্টযুক্ত ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন ও সাইড মাউন্টে়ড একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

ওয়ানপ্লাস নর্ড সিই টু মডেলটিতে ছিল ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা এসেছিল ১২০ রিফ্রেশ রেটের সঙ্গে। ওয়ানপ্লাসের আপকামিং স্মার্টফোনেও থাকছে ৬ ইঞ্চির বেশি আকারের ডিসপ্লে। তবে ডিভাইসটির বিস্তারিত কিছু জানা যায়নি। 

তবে এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকার কথা রয়েছে। ৪ জিবি র‌্যামের হ্যান্ডসেটটি পাওয়া যাবে। যা হবে এন্ট্রি লেভেলের ভার্সন। ৬ জিবি র‌্যামে আরেকটি মিড লেভেলের ভার্সনও বিক্রি করবে ওয়ানপ্লাস।  

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ