আজকের শিরোনাম :

বিশেষ ফিচার আনছে মাইক্রোসফট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১৭:৪৮

স্প্যাম রোধে বিশেষ ফিচার আনছে মাইক্রোসফট। নতুন এই ফিচারের নাম মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) অ্যাপ। এই মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন পুশ নোটিফিকেশন স্প্যামের ওপর ভিত্তি করে স্প্যাম রোধে সহায়তা করবে।

মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশনের অন্যতম কাজ হবে পুশ নোটিফিকেশনের ‘সংখ্যা ম্যাচিং’ করা। তখন অথেন্টিকেটর অ্যাপ ব্যবহারকারীকে ‘অ্যাপ্রুভ’ করার একটি অপশন দেবে। এই অপশনটি আপতত কিছু নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীকে দেওয়া হবে।

তবে মাইক্রোসফট দাবি করেছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে সব অথেন্টিকেটর ব্যবহারকারী এই ‘নম্বর ম্যাচিং’-কে ডিফল্ট করতে পারবেন।

অনিচ্ছাকৃত অনুমোদন এড়াতে, অ্যাডমিনরা অ্যাপ্লিকেশন কনটেক্সট এবং লোকেশন কনটেক্সট ব্যবহার করার জন্য সেট আপ করতে পারেন। নতুন ফিচার অথেন্টিকেটর অ্যাপে ডিফল্ট হয়ে গেলে, অ্যাডমিনের রোলআউট নিয়ন্ত্রণ পরিবর্তন করা হবে।

এ ছাড়াও চলতি বছরের শুরুর দিকে মাইক্রোসফট হলোলেন্স ২ লঞ্চ করেছিল। এটি অরিজিন হলোলেন্সের উত্তরসূরি হিসাবে বাজারে এসেছে। এই ডিভাইসে মস্তিষ্ক এবং চোখ ট্র্যাক করতে সেন্সর দেওয়া হয়েছে এবং এটি ব্যবহারকারীদের হলোগ্রামের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করে।

এবিএন/এসএ/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ