আজকের শিরোনাম :

আইফোনে বিনামূল্যে খেলা যাবে ‘ফোর্টনাইট’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২, ১৬:১৪ | আপডেট : ০৭ মে ২০২২, ১৬:১৫

অ্যাপল কিংবা অ্যান্ড্রয়েডের সফটওয়্যারে ফোর্টনাইট ভিডিও গেমটি বিনামূল্যে খেলার জন্য ক্লাউড কম্পিউটিং ব্যবহার করবে এক্সবক্স। সম্প্রতি মাইক্রোসফটের ভিডিও গেম ইউনিট এ ঘোষণা দেয়। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

এক্সবক্সের হেড অব প্রোডাক্ট ক্যাথরিন গ্লাকস্টেইন বলেন, এক্সবক্স ক্লাউড কম্পিউটিং পরিষেবা দিয়ে ২৬টি দেশে এ সুযোগ দেয়া হবে। এদিকে মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে এপিক গেমস। অ্যাপলের অ্যাপ স্টোরে একচেটিয়া মনোভাবের কারণে আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে এপিক গেমস। গত বছরের নভেম্বরে অ্যাপ স্টোরে পেমেন্টের ক্ষেত্রে একচেটিয়াভাবে অ্যাপলের নিয়ন্ত্রণ শিথিল করার আদেশ দেন মার্কিন ফেডারেল বিচারক।

এরই পরিপ্রেক্ষিতে এপিক গেমসের সঙ্গে জোট বেঁধেছে এক্সবক্স। তথ্যানুযায়ী, এ অংশীদারিত্বের ফলেই ফোর্টনাইট ভিডিও গেমটি এক্সবক্স ক্লাউড গেমিংয়ের মাধ্যমে বিনামূল্যে খেলা যাবে।

এ বিষয়ে ক্যাথরিন গ্লাকস্টেইন বলেন, ফোর্টনাইট গেমের ভক্তরা অ্যাপলআইওএস ডিভাইস দিয়ে গেমটি খেলতে পারবেন। এছাড়া ওয়েব ব্রাউজারে পিসি থেকেও গেমটি খেলা যাবে।

বর্তমানে প্রযুক্তি বাজারে আধিপত্য বিস্তার করছে গুগল ও অ্যাপল। বিশ্বের বেশির ভাগ স্মার্টফোনেই দুটি সংস্থার অপারেটিং সিস্টেম চালু রয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ